প্রতিদিনের ডেস্ক
লে হ্যাভরকে হারাতে পারলেই চলতি মৌসুমের ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গত শনিবার রাতে ৬ গোলের থ্রিলার ম্যাচটি ড্র হয়েছিল ৩-৩ গোলে। ফলে লিগের ১২তম শিরোপা জয়ের উৎযাপন করতে অপেক্ষা বাড়ে পিএসজির। নিজেদের পরের ম্যাচে তাকানোর আগে পিএসজির সামনে শিরোপা জয়ের আরও একটি সমীকরণ ছিল। যদি গতকাল রোববার রাতের ম্যাচে লিঁওর বিপক্ষে পয়েন্ট টেবিলে পিএসজির নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকো হেরে যায় বা পয়েন্ট হারায়, তাহলে নিজেদের পরের ম্যাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির। অবশেষে পিএসজির মনোবাসনা পূরণ হয়েছে। মোনাকোকে ৩-২ গোলে হারিয়ে পিএসজির শিরোপা নিশ্চিত করে দিয়েছে লিঁও। এতে পিএসজিকে আলাদা করে আর মাঠে নামতে হয়নি। যদিও ম্যাচের ২০ সেকেন্ডে গোল করে লিড নিয়েছিল মোনাকো। তখন মনে হয়েছে মোনাকোর বিপক্ষে হয়তো জিততে পারবে না লিঁও। যা ভেবে মন খারাপ হয়েছে পিএসজির। কিন্তু দারুণ চমক দেখিয়ে শেষ পর্যন্ত মোনাকোকে হারিয়েই দিয়েছে লিঁও। পিএসজি যে এবারও লিগ শিরোপা জিততে যাচ্ছে, সেটা আগেই থেকেই জানা ছিল। যে কারণে, আগের ম্যাচে হ্যাভরের বিপক্ষে ড্র করার পরও নিজেদের চ্যম্পিয়ন বলে দাবি করেছেন পিএসজির কোচ লুইস এনরিকে। পিএসজির কোচ বলেছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন। উদযাপন হোক বা না হোক, তাতে আমার কিছু যায় আসে না। দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে আমাদের গোল ব্যবধান ২৯। আমি ইতিমধ্যেই নিজেদের চ্যাম্পিয়ন মনে করছি। এমনকি যদি আমরা আর কোনো পয়েন্ট না পাই, তবুও আমরা চ্যাম্পিয়ন হবো।’ ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০। তাদের থেকে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থাছে মোনাকো। পিএসজি যদি আর কোনো পয়েন্ট নাও পায়, তারপরও তাদেরকে ছুঁতে পারবে না ৫৮ পয়েন্টের মোনাকো।