প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় গাড়ি সংস্থা হুন্দাই আনছে ৫ বৈদ্যুতিক গাড়ি। হুন্দাই এবার আয়োনিক ৫-এর মত প্রিমিয়াম ইভির বদলে স্থানীয়ভাবে তৈরি ইভির উপর জোর দেবে বলে ঘোষণা দিয়েছে এই সংস্থা। হুন্দাই জানিয়েছে ২০২৫ সালের মধ্যেই বার্ষিক ১ মিলিয়ন ইউনিট ইভি তৈরি করার পরিকাঠামো বানাচ্ছে তারা।সংস্থার বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পরিকল্পনার বিষয়ে জানা গেছে, হুন্দাই পরবর্তী প্রজন্মের মোবিলিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। বৈদ্যুতিনীকরণে একটা বিশেষ ভূমিকা পালন করবে হুন্দাই এবং এর মাধ্যমে নিজেদের একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবে।অন্যান্য ডেভেলপমেন্টের মধ্যে থাকছে, ভারতের পুনেতে হুন্দাই মোটরসের একটা দ্বিতীয় কারখানা গড়ে উঠতে চলেছে। আগামী বছরই হুন্দাই তার সর্বপ্রথম স্থানীয়ভাবে নির্মিত ইভি বাজারে আনবে বলে জানা গিয়েছে। এই বছরের শুরুর দিক থেকেই এই গাড়ির উৎপাদন শুরু হয়েছে।হুন্দাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ইলেকট্রিক এসইউভি হতে চলেছে। ক্রেটা ইলেকট্রিকের মতই থাকছে এর ফিচার্স। ক্রেটা ইলেকট্রিকই হুন্দাইয়ের প্রথম স্থানীয়ভাবে নির্মিত ইভি হতে চলেছে। এটাই হুন্দাইয়ের ভলিউম প্লেয়ার হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।২০২৪ সালের মধ্যেই ৫টি নতুন ইভি আনার কথা জানিয়েছে হুন্দাই। যেগুলোর মধ্যে ডিজাইন, লুক্স, ইন্টিরিয়র, ফিচার্স সবেতেই স্বাতন্ত্র্য থাকবে। আর এই গাড়িগুলোর ব্যাটারি নির্মাণের জন্য এক্সাইড এনার্জি সলিউশন্স সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে হুন্দাইয়ের।