প্রতিদিনের ডেস্ক
এক বছর ধরে বাইরে থাকা পেসার জোফরা আরচারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর্চারের সঙ্গে দলে ফিরেছেন আরেক পেসার ক্রিস জর্ডান। তাকে ক্রিস ওকসের পরিবর্তে স্কোয়াডে যুক্ত করেছে ইংল্যান্ড। ডান হাতের কনুইয়ের ইনজুরিতে পড়ে ২০২৩ সালের মে মাস থেকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন আরচার। গেল এক বছর ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন ডানহাতি এই পেসার। এরপর দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষায় পাস করার পর তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন জর্ডান। ওকসের পরিবর্তে তার দলে ফেরাটাই এবারের বিশ্বকাপের দল ঘোষণায় চমক দেখিয়েছে ইংল্যান্ড দল। নিজের দিকে ভালো ব্যাটিং করতে বলেই জর্ডানকে দলে রাখা হয়েছে। ২০২৩ সালে খেলা টি-টোয়েন্টিতে ৩০.০৫ গড়ে ১৬০.৫৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন জর্ডান।
ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:-জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারেস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড, রিসি টপলি।