প্রতিদিনের ডেস্ক
গিয়াস উদ্দিন সেলিম ঐতিহ্যবাহী মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমা। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের ঈদে। নতুন খবর হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্স হিসেবে সিনেমাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গিয়াস উদ্দিন সেলিম বলেন, সিনেমা মুক্তির সপ্তাহখানেক পর ঢাবি’র ইতিহাস বিভাগ থেকে যোগাযোগ করা হয়। তারা কয়েকদিন আগে ‘কাজলরেখা’ সিনেমাটা দেখেছে। তারা এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।