৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পশুর নদী থেকে মৃত বাঘ উদ্ধার

এনামুল হক, মোংলা
পূর্ব সুন্দরবনের জোংড়া অফিস সংলগ্ন পশুর নদী থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় সুন্দরবনের জোংড়া অফিস সংলগ্ন পশুর নদীতে ভাসমান অবস্থায় মিলল একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত দেহ। মৃত দেহটি উদ্ধার করে সুন্দরবনের বন্য প্রাণী প্রজনন কেন্দ্র করমজলে নিয়ে আসছেন বনরক্ষীরা। সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি। তিনি আরও বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়