৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় কোটি টাকার এলএসডিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহিনুর রহমান, পাটকেলঘাটা
পাটকেলঘাটায় ভয়ংকর মাদক এলএসডিসহ সাইফুল ইসলাম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার বোতল এলএসডি মাদক উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক সাইফুল ইসলাম পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আনছার আলী মোড়লের ছেলে। মঙ্গলবার (৩০) পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে, এমন খবর পেয়ে কুমিরা এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় ১শ গ্রামের চার বোতল এলএসডিসহ সাইফুলকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য চার কোটি ১৬ লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় মাদক মামলা দিয়ে সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়