২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মুম্বাই ইন্ডিয়ান্স ভাগ হয়ে গেছে, বলছেন মাইকেল ক্লার্ক

প্রতিদিনের ডেস্ক
ক্রিকেট ১১ জনের খেলা। এখানে খেলতে হয় দলের সবাইকে নিয়ে। ব্যক্তিগত অর্জন দিয়ে আসলে তেমন ভালো কিছু করা যায় না, ব্যাট-বলের এই খেলার ক্ষেত্রে কথাটি চিরন্তন সত্য।
তবে এই চিরন্তন সত্যটিই যেন এবার ভুলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এমনটিই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি সন্দেহ করে বলছেন, ফ্র্যাঞ্চাইজিটি এবার কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে।
চলতি আসরে নেতৃত্বে পরিবর্তন আনার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মু্ম্বাই। রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। যে আশা নিয়ে নেতৃত্ব বদল এনেছে মুম্বাই ম্যানেজমেন্ট, বাস্তবে দেখা গেছে তার উল্টো। একের পর এক ম্যাচ হারছে দলটি।
৯ ম্যাচের ৬টিতেই হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের নিচ থেকে দ্বিতীয়স্থানে আছে মু্ম্বাই। প্লে-অফে খেলতে হলে বাকি ৫ ম্যাচেই সবগুলোতেই জিততে হবে হার্দিকের দলকে। কিন্তু দলের যে অবস্থা, তাতে প্লে-অফে খেলতে পারবে কিনা মুম্বাই- সেখানেই সন্দেহ করছেন ক্লার্ক।
ক্লার্ক বলেন, ‘আমি জানি না (মুম্বাই প্লে-অফ খেলতে পারবে কিনা)। আমি মনে করি, পুরো আইপিএলে এটি মু্ম্বাইয়ের চাওয়া হতে পারে। আমরা বাইরে থেকে যা দেখছি, ভেতরে এর চেয়ে আরও অনেক কিছুই ঘটছে। আপনি ভালো খেলোয়াড়দের এভাবে খেলাতে পারবেন না।’তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দলের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে। যে কারণে অনেক পরিকল্পনাই কাছে আসছে না। তারা নিজেরাও এক হতে পারছে না। একটি দল হিসেবে তারা খেলতে পারছে না।’
তবে মুম্বাইয়ের ব্যক্তিগত পারফরম্যান্সকে স্বীকার করছেন ক্লার্ক। তবে ভালো কিছু করতে হলে তাদের অবশ্যই টিমওয়ার্ক করতে হবে। এ বিষয়ে ক্লার্ক বলেন, ‘আমি মনে করি, বড় টুর্নামেন্ট জিততে হলে আপনাকে দল হিসেবে খেলতে হবে। শুধু ব্যক্তিগত দিয়ে তা সম্ভব না। দল হিসেবে তারা ভালো খেলছে না। আশা করছি, তারা ঘুরে দাঁড়াবে।’
আজ মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়