২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

হৃদরোগ গবেষণা: বিএসএমএমইউকে সহযোগিতা দেবে ইউনিভার্সিটি অব গ্লাসগো

প্রতিদিনের ডেস্ক
হৃদরোগের গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। আগামী পাঁচ বছর হৃদরোগের গবেষণায় প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে বলে জানা গেছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) বিএসএমএমইউর উপাচার্য কার্যালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়ন ও হৃদরোগের গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহায়তা প্রদানে সম্মতি দেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। সভায় ইউনিভার্সিটি অব গ্লাসগোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক রড টেলর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ গবেষণা কার্যক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট, ইব্রাহিম কার্ডিয়াক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটও যৌথভাবে কাজ করবে বলে জানা গেছে।
সভায় বিএসএমএমইউয়ের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদসহ আরও অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়