প্রতিদিনের ডেস্ক
এবার সেমিতেও প্রথম লেগে হেরে গেছে পিএসজি। জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের দল। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে পিএসজি এমন আশাবাদ ব্যক্ত করেছেন কোচ এনরিক। এই ম্যাচ নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে পিএসজি। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম ক্যানেল প্লাসকে এনরিক বলেন, ‘এটা ফুটবল। বেশির ভাগ সময়ই এটা চমৎকার, তবে অন্যান্য সময় এমন কিছুই (হারের বিষয়) হয়। আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি, যখন আপনি ম্যাচটি দেখবেন, সেখানে সমানে সমান লড়াই হয়েছে।’ পিএসজির গোল না পাওয়ার বিষয়কে স্মরণ করে এনরিক বলেন, ‘কেউ বলেনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু চাপের মুখে। যেহেতু আমাদের একটি সুযোগ এসেছি। কিন্তু আমরা দুইবারই পোস্টে মেরেছি। আপনাকে বলতেই হবে, এটা একটি ব্যতিক্রমী স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, প্যারিসে আমরা আরও শক্তিশালী থাকবো, আমাদের হারানোর কিছু নেই।’