২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?

রঞ্জন বসু, দিল্লি
ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে সারা দেশের রাজনৈতিক পরিবেশ এখন সরগরম। ভারতে সাত দফার ম্যারাথন ভোটপর্বে প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি আছে আরও পাঁচ। তবে সারা দেশে মোট যে ৫৪৩টি লোকসভা আসনে ভোট হচ্ছে, গত ১৯ ও ২৬ এপ্রিল প্রথম দুই দফাতেই তার মধ্যে ১৯১টিতে – অর্থাৎ এক-তৃতীয়াংশেরও বেশি আসনে – ভোটের পালা সাঙ্গ। আগামী ৭ মে (মঙ্গলবার) তৃতীয় দফার ভোটে আরও ৯৪টি আসনে নির্বাচন হবে, ফলে ততদিনে দেশের অর্ধেকেরও বেশি আসনে ভোট মিটে যাবে। এরপর আগামী ৪ জুন (মঙ্গলবার) সারা দেশের ভোট গণনা হবে একই সঙ্গে, আশা করা হচ্ছে ওই দিন দুপুরের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে কারা দেশে পরবর্তী সরকার গঠন করতে চলেছে। এবারের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় নজিরবিহীনভাবে পার্লামেন্টে দাঁড়িয়েই জানিয়েছিলেন, ভোটে তার দল চারশোরও বেশি আসন পাবে– স্লোগান দিয়েছিলেন ‘আবকি বার, চারশো পার!’ পরে অবশ্য একটু ভেঙে ব্যাখ্যা করে তিনি জানান, বিজেপি এককভাবে পাবে ৩৭০টি আসন – আর তাদের এনডিএ জোটের অন্য শরিক দলগুলোকে ধরে মোট আসন চারশো অতিক্রম করে যাবে।
ওই সময় অযোধ্যায় রামমন্দিরের সদ্য উদ্বোধনের পর গোটা দেশে যে ধরনের আবেগ ও উন্মাদনার ঝড় বয়ে যাচ্ছিল, তাতে ওই দাবিকে কিন্তু খুব একটা অবাস্তব মনেও হচ্ছিল না। মনে করা হচ্ছিল মোদির নেতৃত্বে বিজেপি জোটের আর একটি বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা! লোকসভা নির্বাচনে পোলিং বুথের সামনে ভোটারদের লাইনলোকসভা নির্বাচনে পোলিং বুথের সামনে ভোটারদের লাইন কিন্তু প্রথম দু’টি দফার ভোট হয়ে যাওয়ার পর ভারতের রাজনৈতিক হাওয়া কিন্তু একটু অন্য খাতে বইছে বলেই মনে হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রচারে হঠাৎ করে ফিরে এসেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি– অন্য দিকে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র কণ্ঠস্বরেও শোনা যাচ্ছে আত্মবিশ্বাসের সুর। দেশের রাজনৈতিক বিশ্লেষকরাও অনেকেই বলছেন, চারশো তো দূরের কথা – বিজেপি গতবারে তাদের জেতা ৩০৩টি আসন ধরে রাখতে পারবে কি না, সেটা নিয়েও এখন সন্দেহ দেখা দিচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়