১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

প্রতিদিনের ডেস্ক
সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর।এতে টুনামেন্টের ফাইনালে চলে গেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করেন রোনালদো। এই গোলটি পর্তুগিজ তারকা করেন ৫৭ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। আগামী ৩১ মে ফাইনালে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এর আগে গত মঙ্গলবার আসরের অপর সেমিফাইনালে আল ইতিহাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আল হিলাল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়