প্রতিদিনের ডেস্ক
নারী ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাভাবিক জয় তুলে নিয়েছে সাবিনাদের নাসরিন স্পোর্টস একাডেমি। সদ্য পুষ্করণীর বিপক্ষে তারা ৭-০ গোলে জয়লাভ করে। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ফ্লাডলাইটে দিনের দ্বিতীয় ম্যাচ খেলেন সাবিনারা৷ জাতীয় দলের তারকা ফুটবলার কৃষ্ণা রাণী সরকার ৮ মিনিটে গোলের যাত্রা শুরু করেন৷ প্রথমার্ধে ইনজুরি সময়ে সানজিদা আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর নাসরিন আরো ৫ গোল করে। এই অর্ধে সুমাইয়া ও শামসুন্নাহার জোড়া গোল করেন৷ সানজিদা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন। আগের ম্যাচে নাসরিন ১৯-০ গোলে জিতেছিল৷ দিনের প্রথম ম্যাচে সিরাজ স্মৃতি ৪-০ গোলে জামালপুর কাচারীপাড়া একাদশকে হারায়৷ এই রাউন্ডে ছোটনের সেনাবাহিনী দলের বিরতি ছিল।