তুরান হোসেন রানা, বটিয়াঘাটা
ভারতে পাচার করার জন্য আনা ৬৩৫ গ্রাম ওজনের ৭ পিছ সোনার বার উদ্ধার করেছে লবণচোরা থানা পুলিশ। সোনা বহনকারী আবু কালাম (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) বেলা ১১ টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া মোড়ে ইমাদ পরিবহনের একটা বাসে তল্লাশি চালিয়ে সোনার বার উদ্ধার করে পুলিশ। লবনচরা থানার ওসি মোঃ মোমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে ইমাদ পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিলেন আবু কালাম। তার জুতার চামড়ার মধ্যে ছিলো সাত পিছ সোনার বার, যার ওজন ৬৩৫ গ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে বাস থামিয়ে আবু কালামকে তল্লাশি করা হয়। এসময় তার জুতার মধ্যে থেকে সোনার বার উদ্ধার হয়। এই ঘটনায় লবনচরা থানায় একটি স্বর্ণ পাচার মামলা দায়ের হয়েছে।