৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আমাদের কাছে সব প্রার্থী সমান: ইসি রাশেদা

প্রতিদিনের ডেস্ক
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। কোন প্রার্থী শক্তিশালী বা কম শক্তিশালী এগুলা নিয়ে আমাদের কোনো বিভাজন নেই।শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।মতবিনিময় সভায় কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলে সেসব প্রশ্নের উত্তর দেন তিনি।
জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এসময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়