প্রতিদিনের ডেস্ক:
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে ভারী বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।রিও গ্র্যান্ডে দো সুলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ২৪ হাজারের বেশি। বন্যায় রাজ্যটির ৪৯৭টির বেশি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, আমরা নতুন নতুন এলাকায় প্রবেশ করছি। ফলে হতাহত বা ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়বে।সেখানের অনেক শহর, রাস্তা নদীতে পরিণত হয়েছে। ভেঙে গেছে সেতু ও রাস্তা। ঘটছে ভূমিধসের মতো ঘটনা। তাছাড়া একটি বাঁধের এক অংশ ভেঙে গেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানের আরও একটি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সেখানের নাগরিকদের সরে যাওয়ার কথা বলা হয়েছে।