খুলনা প্রতিনিধি
মানি লন্ডারিং অপরাধ প্রবণতা ও মোকাবিলায় চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভা শুক্রবার (৩ মে) বেলা ৩ টায় খানজাহান আলী থানাধীন শিরোমনি খুলনা বিভাগীয় সিআইডি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সিআইডি’র গবেষক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড. খান সরফরাজ আলী। আলোচনা সভায় মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক, সামাজিক সচেতনতাসহ যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন বলেন, মানি লন্ডারিং মামলা তদন্ত ও অর্থ পাচার রোধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও সিআইডি মানবপাচার, মানিলন্ডারিং অর্থাৎ টাকা পাচাররোধ ও পাচার করা সম্পদ ফিরিয়ে আনাসহ স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। তিনি বলেন, জিডিপির কারণে আমরা দ্রুত নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের টাকা দেশে রাখতে মানি লন্ডারিং রোধ করতে হবে। আর এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। তিনি বলেন, অর্থপাচার দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি সামাজিক নানা সমস্যার সৃষ্টি করে। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানিলন্ডারিং রোধ করতে হবে।
আলোচনা সভার মুখ্য আলোচক ড. খান সরফরাজ আলী বলেন, বর্তমান সময়ে অর্থপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা রোধকল্পে গণমাধ্যম কর্মী, শিক্ষক, মসজিদের ইমাম, আইনজীবিসহ সকলের এগিয়ে আসতে হবে। তিনি অর্থপাচাররোধে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন সেমিনার, সভা সমাবেশে আয়োজনের আহবান জানান। আলোচনা সভায় গবেষণা সহকারী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র মাস্টার্সের শিক্ষার্থী রাবেয়া শারমিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড. শাহানারা ইরানী পিয়া, এ্যাড, মোঃ আইউব হোসেন, সিআইডি ‘র ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, পারুল আক্তার, মোঃ মিজানুর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ সাইদুল ইসলাম, শেখ শামীম উদ্দিন, মেহেদী হাসান খান মোঃ নূর আলী, মোঃ আরিফ হোসেন প্রমুখ।