শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে কৃষকের হাসি দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকা চুরি করেছে এক চোর । তাফালবাড়ী বাজারে কৃষকের হাসি দোকানের মালিক মোঃ ইয়ামিন হাওলাদার দোকান খোলা রেখে মাগরিবের নামাজ পড়তে গেলে সেই সুযোগে চোর দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে আনুমানিক দুইলক্ষ টাকা নিয়ে যায়। কৃষকের হাসি দোকানের মালিক মোঃ ইয়ামিন হাওলাদার দোকানে এসে দেখেন ক্যাশ বাক্স ভাঙ্গা তখন তিনি চিৎকার করলে প্রতিবেশী ব্যবসায়ীরা ছুটে আসেন। সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজ চেক করলে দেখা যায় চোর ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায়। চুরির ঘটনায় শরণখোলা থানার তাফালবাড়ীর পুলিশ ফাঁড়িকে জানালে তাৎক্ষণিক তাফালবাড়ীর পুলিশ ফাঁড়ির আইসি এস আই লিটন কুমার সাহা দোকান পরিদর্শন করেন। তাফালবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ রাজ্জাক মৃদা বলেন তাফালবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে চুরির কোন ঘটনা ঘটেনি তবে এরপর থেকে প্রত্যেক ব্যবসায়ী সতর্ক হবেন তাফালবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সামিউল আলম ওমর বলেন বাজারে পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে কৃষকের হাসি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে চোর চুরি করে নগদ টাকা নিয়ে গেছে। সিসিটিভিতে চোরের চেহারা সনাক্ত হয়েছে অতি শীগ্রই চোরসহ টাকা উদ্ধার হবে। তাফালবাড়ী বাজারের ব্যবসায়ী ও ঘর মালিক শহিদুল ইসলাম লিটন বলেন কৃষকের হাসি দোকান থেকে আনুমানিক দুইলক্ষ টাকা চোর নিয়ে যাওয়ায় বিষয়টি খুবই কষ্টদায়ক। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তাড়াতাড়ী চোর ধরে চুরিকৃত দুইলক্ষ টাকা উদ্ধার করবে।