১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইউক্রেনের কয়েক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা

প্রতিদিনের ডেস্ক:
ইউক্রেনের খারকিভ ও দিনপ্রো ও ওডিশায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় একটি খাদ্য কারখানায় আগুন ধরে যায়। তাছাড়া বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৭০টি গাইডেড এরিয়াল বোম ব্যবহার করা হয়েছে।এর আগে ইউক্রেনের এয়ার ফোর্স খারকিভ ও দিনপ্রো লক্ষ্য করে ছোড়া ১৩টি শাহেদ ড্রোন ভূপাতিত করে।জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তির পথে এগোনোর কোনো ইচ্ছা নেই। ইউক্রেন থেকে কেবল জোর করেই রাশিয়াকে সরিয়ে দেওয়া যেতে পারে।ইউক্রেনের ১১০তম মেকানাইজ ব্রিগেড পূর্ব দোনেৎস্ক অঞ্চলে একটি রাশিয়ান এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও জানান তিনি।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শুক্রবার বলেছেন, মস্কো এ বছর ৫৪৭ বর্গ কিমি (২১১ বর্গ মাইল) অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।সম্প্রতি ইউক্রেনের জন্য সহায়তা বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। এরপরই কিয়েভের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়