২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার-ঘাটে গণসংযোগ করেছেন উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর। রবিবার (৫ মে) বিকালে নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করেন। বাহাদুরপুর হাইস্কুলের সামনে গণসংযোগ শুরু করেন নেতৃবৃন্দ। তারপর বাহাদুরপুর বাজারসহ নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান গণি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়