আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যেও ভিত্তিতে এক অভিযানে রবিউল ইসলাম নামের এক আম ব্যাবসায়ির বাগান থেকে অপরিপক্ক ৪০ মণ আম জব্দ করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি এলাকা থেকে এই অপরিপক্ক ৪০ মন আম জব্দ করা হয়। এসময় ওই আম ব্যাবসায়িকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে অপরিপক্ক ৪০ মণ আম জব্দ করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ি মো. রবিউল ইসলামকে আটক করে নগদ ৩০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটক অসাধু ব্যবসায়ী মো. রবিউল ইসলামের সাতক্ষীরা সদরের মিয়াসাহেবের ডাঙ্গী এলাকার আব্দুল বারীর ছেলে। অধিক মুনাফা লাভের আশায় তিনি এই অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছিলেন। এদিকে শনিবার (৪ মে) সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ১২ মেট্রিক টন অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথলী ও বুধহাটা দুই ট্রাক আম জব্দ করা হয়। পরে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও র্যাবের এএসপি ফয়সাল তানভীরের নেতৃত্বে তা শহরের সুলতানপুর পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকার নিচে ফেলে ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার পাইথলী ও বুধহাটা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন খবরে পাইথলি ও বুধহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ৫০০ ক্যারেটে থাকা ১২ মেট্রিকটন গোবিন্দভোগ আম জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।