২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাসায় বোমা হামলা

তরিকুল ইসলাম, শার্শা
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। এবিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শনিবার দিনগত আনুমানিক রাত সাড়ে ৩টার সময় উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গনসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাড়ির সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ। আমি পরিবার নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। ধারণা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দূর্বত্তরা আতঙ্কসৃষ্টির লক্ষে এধরণের ঘটনা ঘটাতে পারে। এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ীর সামনে রাতে দুটি বিষ্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়