অভয়নগর সংবাদদাতা
অভয়নগর উপজেলার ভবানিপুর গ্রাম শিক্ষক মোকবুল হোসেনের গোয়ালের একটি দুধের গাভীর খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠছে। এ ছাড়া বিষ মিশ্রিত খাবার খেয়ে আরো তিনটি গরু অসুস্থ হয়ে পড়ছে। শনিবার দিবাগত রাতে এঘটনা ঘটে। এ ঘটনায় মকবুল হোসেন তার সাবেক জামাইকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন। শিক্ষক মোকবুল হোসেন জানান, তার গোয়ালে দুইটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে তার সাবেক জামাই ও তার দুইজন সহযোগি মিল বিষ মেশানো খাবার খাওয়ায়। ওই খাবার খেয়ে তার চারটি গরু অসুস্থ হয়ে পড়ে। রবিবার সকালে তিনি গোয়ালে গিয়ে দেখতে পান দুধের গাভীটির মুখ দিয় ফেনা বের হচ্ছে। চিকিৎসা দেওয়ার আগেই গাভীটি মারা যায়। পরে তিনি গরুর খাবারের পাত্রে দোকান থেকে ক্রয় করা বিষ মিশ্রিত পোল্ট্রির ফিড দেখতে পান,পরে বিষয়টি নিশ্চিত হন। অসুস্থ অন্য তিনটি গরু চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ছে। গাভীর বাছুরটি ঠিকমতো খাবার খাচ্ছে না। এ ঘটনায় তিনি তার মেয়ের সাবেক জামাই ও তার দুইজন সহযোগিকে বিবাদি করে থানায় অভিযোগ করছেন। তিনি আরা জানান, কয়েক মাস আগে তার মেয়ে কলজে পড়তে গিয়ে স্থানীয় নড়াইল সদর উপজলার রুখালী গ্রামের হামিদ শেখে এর ছেলে রুবেল শেখ(৩০) এর সাথে পারিবারিক অসম্মতিতে বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই ওই ছেলে মেয়ের সাথে খারাপ আচারণ করতে থাকে। এক পর্যায় তার মেয়ে জামাইকে আইনের মাধ্যমে তালাক দিয়ে পিতার বাড়িতে অবস্থান করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শেখ তার মেয়ের নামে নানা কু কথা লিখে ফেসবুকে স্টাটাস দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে সে আরো বেপরোয়া হয়ে উঠে। ইতোপূর্বে তাকে হত্যার হুমকি দেওয়া হয়ছে। এসব ঘটনার জের ধরে রুবেল শেখ ও তার দুই জন সহযোগি মিলে খাবারে বিষ মিশিয়ে তার গোয়ালের গরু হত্যা করছে। মারা যাওয়া গরুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে তিনি জানান। থানার অফিসার ইনচার্য বলেন, গোয়ালে বিষ মিশ্রিত খাবার খাওয়ানোর ফলে একটি গাভী মারা গেছে এমন ঘটনায় একটি অভিযাগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।