৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চৌগাছায় বিদ্যুৎ স্পষ্টে বাসচালক বাবুর মৃত্যু

চৌগাছা সংবাদদাতা
যশােরের চৌগাছায় বিদুৎ স্পষ্টে সরােয়ার হােসেন বাবু (৫৭) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহঝুলী গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। সােমবার বেলা সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎ স্পষ্টে আহত হলে দ্রুত চৌগাছা হাসপাতালে নিল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন। সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক জানান, সােমবার বেলা ১০ টার দিকে বাবু ভাই নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কিন্তু আকস্মিক তিনি বিদ্যুৎ স্পষ্ট হন। এই অবস্থায় পরিবারের লােকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানাে সম্ভব হয়নি। তিনি বলেন, বাবু ভাই অত্র অঞ্চলের সুপরিচিত মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। বিদ্যুৎ স্পষ্টের বিষয়টির সত্যতা স্বীকার করেছে থানা পুলিশ। এদিকে সরােয়ার হােসেন বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার, বাস-মালিক সমিতি ও এলাকায় শােকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়