৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দুই গানে লাবিবা

প্রতিদিনের ডেস্ক
খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। চ্যানেল আইয়ের গানের রাজা সংগীত প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতে তার যাত্রা শুরু। এ আসরে চ্যাম্পিয়ন হন তিনি। এর পরপরই সংগীত তারকা ইমরানের সঙ্গে তার ‘কেন এত চাই তোকে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। প্রথম গানেই ব্যাপক সাড়া পান লাবিবা। তখন এ কিশোরী পড়াশোনা করেন মাত্র ক্লাস সিক্সে। এরপর আরও বেশ কিছু গান প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে প্রত্যয়ের সঙ্গে তার গাওয়া ‘চাই তোমাকে’ গানটি প্রশংসিত হয়। বর্তমানে নিজের ‘লাবিবা’ শীর্ষক ইউটিউব চ্যানেলেই গান প্রকাশ করছেন এ গায়িকা। তারই ধারাবাহিকতায় চলতি বছর ‘তুমি যদি থাকো পাশে’ নামের একটি গান প্রকাশ করেছেন তিনি।
এর সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহাবুবুল। গানটির ভিডিওতেও পারফরমেন্স করেছেন লাবিবা নিজেই। এদিকে সদ্যই এসএসসি পরীক্ষা দিয়েছেন এ গায়িকা। অপেক্ষায় আছেন ফলাফলের। একই সঙ্গে নতুন আরও দুটি গানের কাজ শেষ করেছেন। ভিডিওসহ গান দুটি নিজের চ্যানেলেই প্রকাশ করবেন বলে জানালেন। লাবিবা বলেন, মধ্যে করোনা মহামারি, পড়াশোনাসহ নানা কারণে নিয়মিত গান প্রকাশ করা হয়ে ওঠেনি। তবে এবার বেশ কিছু নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন দুটি গানের কাজ শেষ করেছি। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহাবুবুল। সামনেই হয়তো মিউজিক ভিডিওর কাজ করবো। আশা করছি গানগুলো পছন্দ হবে শ্রোতাদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়