প্রতিদিনের ডেস্ক
দুই দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয় আর সংসার সমান তালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি দুই সন্তানের মা। এবার আরও এক নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতে ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য জানান কারিনা। ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি সেখানে লিখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। জানা গেছে, গত ১০ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর। ২০১৪ সালে সেলিব্রেটি এডভোকেট হিসেবে কাজ শুরু করেন।
সেই পদ থেকেই সরাসরি ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পেলেন তিনি। কারিনা জানান, এই ১০ বছরে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন। তিনি বলেন, প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যৎ প্রাপ্য। উল্লেখ্য, গত বছর ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। এ ছাড়াও মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত থ্রিলার সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডারস’। যেখানে তাকে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে। এর বাইরে এ অভিনেত্রীর হাতে রয়েছে আরও কমপক্ষে হাফ ডজন সিনেমার প্রস্তাব। পাশাপাশি ওয়েবেও এখন থেকে নিয়মিত কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।