২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিদিনের ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আমেঠিতে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে পার্টি অফিসের বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।গাড়ি ভাংচুরের শব্দ পেয়ে পার্টি অফিসের সামনে আসেন দলীয় কর্মীরা। এ সময় কর্মীদের সাথে দুর্বৃত্তদের হট্টগোল হয়। পরে তারা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন কর্মীরা।ঘটনার পরই পার্টি অফিসে ছুটে আসেন কংগ্রেস জেলা সভাপতি প্রদীপ সিঙ্গল।ঘটনার পরে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন সিও সিটি মায়াঙ্ক দ্বিবেদী। তিনি বিক্ষোভকারী দলীয় কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেঠিতে আগামী ২০ মে লোকসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবশ্য টানা তিন বার আমেঠি থেকে নির্বাচিত হওয়ার পর রাহুল গান্ধী গত লোকসভা ভোটে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন। এবারও এখানে বিজেপির পক্ষে লড়াই করছেন স্মৃতি ইরানি। তবে এবারে আমেঠিতে প্রার্থী হননি গান্ধী পরিবারের কেউ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়