২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার এক মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জামান চৌধুরী আদিত্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামি আদিত্য বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাগ্নে।সোমবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদিত্য। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।২০২৩ সালোর ১৪ সেপ্টেম্বর একই আদালত শাহজাহানপুর থানার নাশকতার মামলায় তাকে দুই বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।মামলার অভিযোগে বলা হয়, পুলিশের কর্তব্য ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়