প্রতিদিনের ডেস্ক:
শাড়িতে বরাবরই নজর কাড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এমনকি তার পরিহিত শাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।তার পরা শাড়িগুলো বাজারে বিক্রি শুরু হয় আলিয়া ভাট ইন্সপায়ার্ড শাড়ি হিসেবে। এবারও নতুন এক ডিজাইনেই শাড়িতে আলিয়াকে দেখা গেল মেট গালায়। সব্যসাচীর ডিজাইন করা এই শাড়িতে ছিল এক লম্বা আঁচল, যা সবারই নজর কেড়েছে। চলতি বছরে দ্বিতীয়বার মেট গালায় অংশ নিলেন আলিয়া ভাট।গত বছরে প্রবাল গুরুংয়ের গাউন পরলেও এবার তিনি সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতেই সেজে উঠলেন। তার সাজেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।আলিয়া ভাটের এই কাস্টম মেড শাড়িটি ডিজাইন করেন সব্যসাচী মুখোপাধ্যায়। ‘দ্য গার্ডেন অব টাইম’ থিমটিকে ফ্যাশনের এক অপরূপ ভাষায় বিশ্লেষণ করেছিলেন তিনি।ডিজাইনারের দেওয়া তথ্য় অনুযায়ী, মিন্ট গ্রিন শাড়িটি ছিল হ্যান্ড ক্রাফ্টেড। সম্পূর্ণ শাড়িজুড়ে অপূর্ব কারুকার্য করা হয়েছিল। বিশেষভাবে নজর কেড়েছিল চমৎকার ফ্লোরাল মোটিফ।১৯২০ এর ফ্রিঞ্জ ডিটেলিং স্টাইল ফুটে উঠেছিল আলিয়ার শাড়িতে। এটির কালার প্যালেটে ছিল পৃথিবী, আকাশ ও সমুদ্রের রঙের ছোঁয়া।জানলে অবাক হবেন, ১৬৩ জন মিলে ১৯৬৫ ঘণ্টা ধরে শাড়িটি তৈরি করেন, যার সৌন্দর্য মুহূর্তেই মন ছুঁয়ে গিয়েছিল প্রত্যেকের।আলিয়ার শাড়িতে স্টোন ওয়ার্ক ও অন্যান্য এমবেলিশমেন্ট ছিল দেখার মতো। আর এর সঙ্গে জুড়ে দেওয়া লম্বা ট্রেইন লুকে দিয়েছিল ড্রামাটিক এফেক্ট।শাড়িটির সঙ্গে ব্রালেট পরেন আলিয়া ভাট। আর এই ব্রালেটের পেছনের বো ডিজাইনও সবাইকে মুগ্ধ করেছিল।এই অভিনেত্রীকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় শাড়ি ড্রেপার ডলি জৈন। আর তার সাজ সম্পন্ন করেন লক্ষ্মী লেহর ও অনিতা শ্রফ অদাজনিয়া।এদিন আলিয়ার জুয়েলারিও ছিল দেখার মতো। সব্যসাচীর ‘বেঙ্গল রয়্যাল কালেকশন’ এর জুয়েলারিতে সেজে উঠেছিলেন তিনি।