২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

প্রতিদিনের ডেস্ক
চ্যাম্পিয়নস লীগ স্বপ্ন শেষ আগেই।একেবারে ক্ষীণ ইউরোপা লীগে খেলার সুযোগও।মৌসুম জুড়ে বিবর্ণ ফুটবল খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী হয়েছে বেশ কয়েকটি বিব্রতকর হার।তবে এরিক টেন হেগের শিষ্যদের সবচেয়ে বড় লজ্জা যেন পেল মৌসুমের শেষে এসে,’পুঁচকে’ ক্রিস্টাল প্যালসের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের তলানির দিকে প্যালেস সোমবার সবাইকে চমকে দিয়ে বিপর্যস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেডকে।ঘরের মাঠে রেড ডেভিলসদের রক্ষণভাগ চূর্ণ করে ৪-০ ব্যবধানের স্বরণীয় জয় পেয়েছে ‘ইগল’ খ্যাত দলটি।আক্রমণের পসরা সাজানো স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার মাইকেল অলিস। একবার করে জালের দেখা পেয়েছেন ফিলিপ মাতেতা ও টাইরিক মিচেল।ঘরের মাঠে এদিন ইউনাইটেডের গোলমুখে ১৮টি শট নিয়ে এর ১০ টিই লক্ষ্যে রাখে প্যালেস। অন্যদিকে বিবর্ণ ইউনাইটেড শটই নিতে পেরেছে সাতটি,যার মাত্র দুইটি ছিল লক্ষ্যে।
এ নিয়ে লীগে দুই দেখাতেই রেড ডেভিলসদের হারালো ক্রিস্টাল প্যালেস। গত বছর সেপ্টেম্বরে প্রথম দেখায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ইগলসরা।নিজেদের প্রিমিয়ার লীগ ইতিহাসে ইউনাইটেডকে একই মৌসুমে দুইবার হারানোর স্বাদ প্রথমবারের মতো প্যালেস।
অবিশ্বাস্য এই হারে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কঠিন হয়ে পড়েছে ইউরোপা ফেডারেশন কাপের টিকেটও।এই হারের পর ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার,৫৬ ও ৫৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম নিউক্যাসেল ও চেলসি।৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়