২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মানব পাচারের অভিযোগে তিন ব্যক্তি গ্রেপ্তার: সিআইডি

প্রতিদিনের ডেস্ক
মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন ওরফে লাবণী (৩৬) ও আরিফুর রহমান ওরফে সাদী (২৪)। তাঁরা মানব পাচারকারী চক্রের সদস্য। এই চক্রের প্রধান ইব্রাহীম। তিনি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
সিআইডি বলছে, কিরগিজস্তানে ভালো বেতন-সুবিধাসহ চাকরির চাকরির কথা বলে তিন ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ১২ হাজার করে টাকা নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। তিনজনকে কিরগিজস্তানের কথিত ভিসা ও উড়োজাহাজের টিকিট দেয় প্রতিষ্ঠানটি। গত ৭ এপ্রিল তাঁরা কিরগিজস্তান যাওয়ার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাঁদের ভিসার কোনো তথ্য পায়নি। ফলে তাঁদের যাত্রা স্থগিত করা হয়। পরে তাঁরা বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন, মানব পাচারের শিকার হয়েছেন।এই ঘটনায় রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। এই মামলায় ইব্রাহীমসহ তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়