৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শরণখোলায় বৃষ্টির পানি সংরক্ষণ করতে গিয়ে নিহত এক

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় বহুল প্রত্যাশিত বৃষ্টির পানি সংরক্ষণ করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বসবাসকারী মোঃ আব্দুল আজিজ হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী মোঃ মিলন হোসেন (৪৫)। নিহত মোঃ মিলন হোসেন বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণের জন্য নিজের বাড়ির ছাদে পাইপ ঠিক করার জন্য চেষ্টা করলে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মিলন হোসেনকে মৃত ঘোষণা করেন। তুহিন ফার্মেসীর মালিক মোঃ নাজমুল আহসান শিমুল গাজী জানান সৌদি প্রবাসী মিলন হোসেন কিছুদিন আগে সৌদি থেকে নিজের বাড়িতে এসেছেন । মোঃ মিলন হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছে। নিহত মোঃ মিলন হোসেনকে নিজ গ্রামের বাড়ি চাল রায়েন্দাতে জানাজানা নামাজ শেষে দাফন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়