১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় ঔষধ ফার্মেসীতে চুরি

তরিকুল ইসলাম, শার্শা
যশোরের শার্শায় রাতের আঁধারে ওষুধ ফার্মেসীর দোকানে টিনের চাল কেটে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে।চোরেরা দোকানের চালের টিন কেটে নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ড চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার (৭ মে) রাতে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে ঔষধ ব্যবসায়ী বিল্লাল হোসেনের ব‍্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ফার্মেসীতে এ চুরির ঘটনাটি ঘটে। ফাতেমা ফার্মেসীর প্রোপ্রাইটার বিল্লাল হোসেন বলেন, সোমবার হঠাৎ বৃষ্টি হওয়ায় আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলেযায় কিন্তু ঐ সময় আমার দোকানে থাকা নগদ ৩লক্ষ টাকা নিতে খেয়াল ছিল না। আমি সকালে এসে দোকান খুলে দেখি পিছনে অতিরিক্ত পরিস্কার তখন আমি মনে করি পিছনের লাইট জ্বলছে ,কিন্তু আমি পিছনে এসে দেখি দোকানের টিনের চাল কাটা। তখন আমি সামনে এসে দেখি ড্রয়ার ভাঙ্গা এবং ড্রয়ারের ভিতরে থাকা নগদ ৩ লক্ষ টাকাসহ অনেক গুলো মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়েগেছে। তিনি আরও বলেন আমার দোকানের পাশেই বাজারের নাইটগার্ড থাকে তাহলে কিভাবে আমার দোকান থেকে চুরি করে পালিয়ে যায় চোর। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়