২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৮ মে) চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। বেলা ১১টায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
মঙ্গলবার (৭ মে) হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যরা থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।এছাড়া প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান হজ পরিচালক।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার (৯ মে) থেকে হজ ফ্লাইট শুরু হবে।
হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম চলছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়