১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চলচ্চিত্র নির্মাণে দিতিকন্যা লামিয়া

প্রতিদিনের ডেস্ক
প্রয়াত নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া এবার আসতে চলেছেন চলচ্চিত্রে। তবে অভিনয় নয়, পরিচালনায়। লামিয়া যখন যুক্তরাজ্যে পড়াশোনার জন্য যান, তখন মাকে জানান চলচ্চিত্র পরিচালনার প্রতি তার ভালো লাগার কথা। দিতি তখন মেয়েকে বলেছিলেন, তুমি কতোটা সিরিয়াস আগে দেখাও, তারপরে ভাবা যাবে। লামিয়া বলেন, তখন মায়ের কথায় আশ্বস্ত হই। আমি অর্থনীতি পড়া বাদ দিয়ে চলে যাই লন্ডন ফিল্ম স্কুলে ফিল্ম প্রডাকশনের ওপর ডিপ্লোমা করতে। সেখানে থেকে নির্মাণ, চিত্রনাট্য লেখা, স্টোরি টেলিং, সম্পাদনাসহ সিনেমার সব বিষয়ে শিখতে থাকি। পরে দেশে এসে আমার আগ্রহ দেখে মা আমাকে নানাভাবে সহযোগিতা করতে থাকেন। সেই সময়ে দিতি নিজেও চেয়েছিলেন, মেয়ের কাজের প্রযোজনা করবেন। প্রথমে নারীদের নিয়ে গল্প লেখেন লামিয়া।
চিত্রনাট্য করে দেন অনম বিশ্বাস। টেলিছবির পরিকল্পনা ছিল। সবকিছু অনেকটাই গুছিয়ে আনছিলেন। এমন সময় মা মারা যান। লামিয়া বলেন, মা চলে যাওয়ার পরে একা হয়ে পড়ি। আমাকে গাইড করার মতো কেউ ছিল না। আমার ভাইয়া দেশের বাইরে থাকে। পরিবারের সবকিছু ছোট বয়সেই দেখার ভার আমার ওপরে পড়ে। তখন আর সিনেমা নিয়ে কাজ করতে পারিনি। তিনি বলেন, মায়ের চরিত্রে অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করবো। কষ্ট হবে, তবুও করবো। আমি জানি মায়ের দোয়া আমার সঙ্গে আছে। লামিয়া নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘মেয়েদের গল্প’। এই প্রজন্মের ১৮ থেকে ২৫ বছরের মেয়েদের মায়েদের সঙ্গে সম্পর্ক, প্রত্যাশা, বন্ধুত্ব, বোঝাপড়া নিয়েই এর গল্প। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন পোস্ট প্রোডাকশনের। তার ইচ্ছা রয়েছে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি দেয়ার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়