২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফের আপত্তিকর ডিপফেক ভিডিওর ফাঁদে আলিয়া

প্রতিদিনের ডেস্ক
আবারো ডিপফেক ভিডিওর ফাঁদে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। পরবর্তীতে জানা যায়, আপত্তিকর এ ভিডিওতে থাকা নারী আলিয়া নয়। অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের উপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ব্যবহার করা হয়েছে।
এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর কাজল আর এবার আলিয়া ভাট। রাশমিকা প্রথম থেকেই এই ধরনের কাজের বিরুদ্ধে বিরক্তি এবং হতাশা প্রকাশ করেছিলেন। সেসময় তাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। কদিন আগেই ভাইরাল হয়েছে সামান্থার তোয়ালে পরা একটি ছবি। পরে জানা যায়, সামান্থাও ডিপফেকের শিকার হয়েছেন। সামান্থার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও আলিয়া তার ভিডিও নিয়ে এখনো কোনো অভিযোগ করেননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়