৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

৯২ বছর বয়সে ভোট দিলেন হাজারী কয়াল

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরের ৯২ বছর বয়সে এসেও ভোট দিলেন হাজারী কয়াল। পুত্র শুকদেব কয়ালের হাত ধরে ভোট দিতে আসেন তিনি। চল্লিশোর্ধ্ব বয়সী ছেলের হাত ধরে লাঠিতে ভর দিয়ে বেলা ১১টার দিকে ১৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। তিনি উপজেলার ঈশরীপুর ইউনিয়নের একই গ্রামের মৃত অভয়চরণ কয়ালের ছেলে। অতিকষ্টে পায়ে হেঁটে ভোট দিতে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট পবিত্র দায়িত্ব, তাই চলাচলে অসুবিধা সত্তেও ছেলের হাত ধরে ভোট দিতে এসেছি।’ হাজারী কয়াল আরও বলেন, ভোর রাতে বৃষ্টি হওয়ায় সন্তানেরা তাকে কেন্দ্রে যেতে নিষেধ করেন। তবুও মনের উপর জোর কওে ভোট দিতে এসে তিনি খুবই খুশি বলেও মন্তব্য করেন। তবে ভোটার উপস্থিতি কম থাকায় তিনি লাইনে না দাড়িয়ে ভোট দিতে পেরেছেন বলেও জানান। এদিকে হাজারী কয়ালের সাথে সাথে ৮৭ বছরের প্রফুল্ল কয়ালও একই কেন্দ্রে ভোট দিতে আসেন। তিনি একই গ্রামের মৃত অঘোর কয়ালের ছেলে। তবে সন্তানরা কেউ না থাকায় তিনি কয়েক প্রতিবেশীর সহায়তায় কেন্দ্রে পৌছে ভোট দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়