১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহ পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের সিটি কলেজ পাড়ায় বালতির পানিতে ডুবে জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই এলাকার জহুরা খাতুনের মেয়ে। স্থানীয়রা জানায়, আজ দুপুরে আরাপপুর এলাকার সিটি কলেজ পাড়ায় বাড়ির ভেতরে টিউবওয়েলের কাছে বালতির পানি নিয়ে খেলা করছিল জান্নাত। এক পর্যায়ে বালতির পানিতে সে ডুবে যায়। পরে তার মা টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়