৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন (১৪) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের এশার আলী কাগুচীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান জানান, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পার্শ্ববর্তী বিলে ছাগল আনতে যায়। পতিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিমুলের। বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলে জানান ওই ইউপি সদস্য।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়