১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাগেরহাটে ছাত্রলীগের মিছিল

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসায়েলী গণহত্যা বন্ধ ও নাগরিকদের মানবাধিকার নিশ্চিতের দাবিতে বাগেরহাটে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে জেলা জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের রেলরোড থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি একই জায়গায় এসে শেষ হয়। মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান সরদারসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল ও শোভাযাত্রায়, ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রলীগের সদস্যরা। পদযাত্রা অংশ নিতে আসা ম্যাটস ছাত্রলীগের সদস্য আয়েশা খাতুন বলেন, ফিলিস্তিনে সাধারণ মানুষ যেভাবে হামলার শিকার হচ্ছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমরা চাই ফিলিস্তিনের নাগরিকরা মুক্তি পাক। জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিস্তিনে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। বিশ্ব বিবেক আজ নির্বাক। ফিলিস্তিনের গনহত্যা বন্ধ করার জন্য জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই পদযাত্রার আয়োজন করছি। আমরা চাই গণহত্যার বিরুদ্ধে এই আন্দোলন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক। ফিলিস্তিনের মানুষ মুক্তি পাক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়