৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে খাদিজা খাতুন নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুরে কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু খাদিজা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের ওয়াজেদ আলী গাজীর মেয়ে । সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়তো। খাদিজার স্বজনরা জানান, শুক্রবার দুপুরে শিশু খাদিজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনসহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়