১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘ক্যানসার শুধু চিকিৎসার নয়, রোগ নির্ণয়-সুরক্ষারও বিষয়’

প্রতিদিনের ডেস্ক:
‘ক্যানসার শুধু চিকিৎসকদের বিষয় নয়। ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য, বন্ধু, স্বজন- সবার। ক্যানসার শুধু চিকিৎসার বিষয় নয়, রোগ নির্ণয় ও রোগ থেকে সুরক্ষার বিষয়।’‘আবার, যাদের ক্যানসার নিরাময়ের পর্যায় পেরিয়ে গেছে, কিংবা ক্যানসারজনিত কষ্টের তীব্রতা বেঁচে থাকাকেও অসহনীয় করে ফেলেছে, তাদের জন্য প্রশমন সেবা নিয়েও ভাবতে হবে। রোগীর চিকিৎসার খরচ সামলাতে গিয়ে পুরো পরিবার পথে বসলো কি না, তাও ভাবতে হবে। ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবন জয় করে এনেছেন যারা, তাদের অভিজ্ঞতার কথাও জানতে হবে।’শুক্রবার (১০ মে) তৃতীয় সমাজভিত্তিক ক্যানসার সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কৃষবিদ ইনস্টিটিউশনের থ্রি-ডি মিলনায়তনে কমিউনিটি অনকোলজি সেন্টার এ সম্মেলনের আয়োজন করে।ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা ও সুরক্ষা নিয়ে ভাবতে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। আর সবাই মিলে অভিজ্ঞতার আদান-প্রদান করে ক্যানসার থেকে বাঁচার ও বাঁচানোর উপায় বের করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন।কয়েকটি অধিবেশনে বিভক্ত এই সম্মেলনে বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনা ছাড়াও ক্যানসারের আর্থ-সামাজিক প্রভাব, ক্যানসার জয়ীদের অভিজ্ঞতা, সমাজভিত্তিক ক্যানসার সেবার অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের সমাজভিত্তিক কার্যক্রম উপস্থাপনা করে কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান।গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অধিবেশনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম খান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়