১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

চট্টগ্রামে বিমানবন্দরের শৌচাগার থেকে সোনার বার উদ্ধার

প্রতিদিনের ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আমানত বিমানবন্দরের অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এসময় আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের শৌচাগারের ঝুড়িতে একটি সিগারেটের প্যাকেটে সাতটি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়