৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই কনস্টেবল বরখাস্ত

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। তারা হলেন– মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।শনিবার (১১ মে) বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি বলেন, ‘রতন দাস নামে একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন রতন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (৯ মে) ওই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’এর আগে, এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়