৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

বজ্রপাতের সময় টিভি-ফ্রিজ সুরক্ষিত রাখতে যা করবেন

প্রতিদিনের ডেস্ক:
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি শহরজুড়ে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তখন বজ্রপাত। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। বজ্রপাতে ঘরের ইলেকট্রনিক ডিভাইস তেমনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।জেনে নিন বজ্রপাতের সময় কীভাবে বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যানসহ অন্য ইলেকট্রনিক গেজেটস সুরক্ষিত রাখবেন->> প্রথমেই প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বাজ পড়ার জন্য অপেক্ষা করবেন না। আকাশে ঘন কালো মেঘ দেখলেই এই কাজটি সবার আগে করে ফেলতে হবে।>> ‘আর্থিং’ থাকলেও কিন্তু বাড়ির বৈদ্যুতিক যন্ত্র বাজ পড়ার সময় ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে সবার আগে।>> বজ্রপাতের সময় কোনোভাবেই মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে না। ফোনে একেবারে চার্জ না থাকলেও নয়।>> যদি একান্তই ল্যাপটপে কাজ করতে হয় তা হলে আগে প্লাগ থেকে খুলে নিতে হবে। ব্যাটারিতে চালাতে হবে ল্যাপটপ।>> বজ্রপাতের সময় ওয়াই ফাই ব্যবহার করবেন না। তাতে রাউটার খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে।>> বাড়িতে ‘লাইটনিং অ্যারেস্টার’-এর ব্যবস্থা করা ভালো। কারণ সাম্প্রতিক সময়ে বাজ পড়ার প্রবণতা বেড়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়