৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

আজিজুল ইসলাম এমপির কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

আব্দুল মোমিন, কেশবপুর
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা দেখতে ১১ মে ২০২৪ তারিখে আকস্মিক পরিদর্শনে আসেন যশোর -৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি। এ সময়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ডাক্তার নার্স ও কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর শেষে প্রত্যেককে দায়িত্বশীল হয়ে সেবার মান উন্নয়নের তাগিদ দেন। হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়