৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত

আব্দুল মোমিন, কেশবপুর
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্ব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার এস এম মাজেদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কিরণময় সরকার এবং কপোতাক্ষ মহিলা সংস্থার পরিচালক সুফিয়া পারভীন শিখা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়