৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০, কমেছে জিপিএ ৫

প্রতিদিনের ডেস্ক:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। যা গত বছর ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। আগের বার তা ছিল ১১ হাজার ৪৫০ জন।রোববার (১২ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার এক লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়