১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুর কপোতাক্ষ চিড়া মিলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন

কেশবপুর প্রতিনিধি
কেশবপুর সার্বজনীন পূজা মন্দিরের সামনে অবস্থিত কপোতাক্ষ চিড়ার মিলে ভয়াবহ আগুন। আগুন লাগার ৩০-৪০ মিনিট পর সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কেশবপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার্স ইনচার্জ। কেশবপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার্স ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ১১ মে রাতে টেলিফোনের মাধ্যমে আগুন লাগার বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আনুমানিক ৩০-৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, চিড়া মিলের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । কপোতাক্ষ চিড়া মিলের মালিক মোঃ সাজ্জাদুল কবির বলেন, মিলে রক্ষিত মানুষের চিড়া ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চিড়া মিলের ঘরের চালের কাঠ ও বাঁশ পুড়ে গেছে। চিড়া মিলের আগুন থেকে পাশে অবস্থিত জয় মা শংকর দোকানের কিছু অংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়