প্রতিদিনের কথা
বলিউডের একজন সফল প্রযোজক জিতেন্দ্র কন্যা একতা কাপুর। বিয়ে না করলেও ২০১৯ সালে সারোগেসি’র মাধ্যমে প্রথমবার মা হন তিনি। ছেলের নাম রেখেছেন রবি। গুঞ্জন উঠেছে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন খ্যাতনামা এই প্রযোজক। জানা যায়, এবারো সারোগেসি’র মাধ্যমেই মা হচ্ছেন তিনি।