৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত,মেয়ে আহত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। শনিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । চুন্নু লোহাগড়ার পৌরসভার গোপিনাথপুর গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। গত বৃহস্পতিবার (৯মে)সকালে বাইসাইকেল যোগে চুন্নু মোল্যা ছোট মেয়ে লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী ফাতেমা খানমকে বিদ্যালয়ে দিতে যাওয়ার সময় লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে একই এলাকার সাইদুর বিশ্বাসের ছেলে মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চুন্নু ও তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। চুন্নুর অবস্থা গুরুতর হওয়ায় তােেক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। লাইভ সাপোর্টে থাকার পর শনিবার গভীর রাতে তিনি মারা যান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়